সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু সেই ভদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে সংঘর্ষে জড়ালেন সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নেয়া তারকারা। এতদিন যারা ছিলেন বন্ধু কিংবা সহকর্মী, মুহূর্তেই তারাই হয়ে গেলেন শত্রু।
আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিতে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ বা সিসিএল। বিপুল উৎসাহ আর আনন্দ নিয়ে আট দলে ভাগ হয়ে মাঠে নেমে পড়েন তারকারা। তবে সেই আনন্দ বিষাদে পরিণত হতে সময় নেয়নি। অপ্রত্যাশিতভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারকারা।
২৯ সেপ্টেম্বর ছিল সিসিএলের দ্বিতীয় দিন। এ দিন গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও রাত ১১টার পর খেলা শেষে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। যা একসময় মারামারিতে রূপ নেয়। সেখানে মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ বিপক্ষ দলের সতীর্থদের গায়ে হাত তোলেন বলে অভিযোগ উঠেছে।
এই সংঘর্ষে আহত ৬ জনের মধ্যে আছেন রাজ রিপাও আছেন। অন্যরা হলেন— শিশির সরদার, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।
নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুলও খেলছেন একই দলে। তিনি জানান, প্রকৃত তারকারা সিসিএলে খেলছেন না। বাইরে থেকে খেলোয়াড় আনা হয়েছে। একইসঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা। তবে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২৮ সেপ্টেম্বর দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ। প্রায় দু-সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামার কথা ৩০ সেপ্টেম্বর। তবে এই ঘটনার পর টুর্নামেন্টের সফল সমাপ্তি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
আরএসও