সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাচাতো বোন পরিণীতি চোপড়ার বিয়ে নিয়ে শুরু থেকেই উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। গেল মে মাসে গায়ে হলুদ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সুতরাং ধরেই নেওয়া হয়েছিল, বিয়েতেও তার উপস্থিতি থাকবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
প্রথমে সবাই ভেবেছিলেন সদ্য প্রিয়াঙ্কার ভাসুর জো জোনাসের ঘর ভাঙার কারণেই হয়ত এই সময়টা শ্বশুরবাড়িকেই প্রাধান্য দিচ্ছেন। তবে বিষয়টি আসলে তা নয়। তিনি ব্যস্ত গানের অনুষ্ঠানে। অভিনেত্রী গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পপ তারকা জে উলফের কনসার্টে।
নীল রঙের ব্লেজার সঙ্গে মানানসই স্কার্টে প্রিয়াঙ্কাকে দেখা গেল জে উলফের কনসার্টে। সেখানে অনুরাগীদের সঙ্গে ছবি তুলতে হই-হুল্লোড় করতে দেখা যায় তাকে।
ছোট বোনের বিয়েতে যেতে না পারলে পরিণীতির উদ্দেশে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমি আশা করি, তুমি তোমার জীবনের এমন একটা দিনে ঠিক এই ছবির মতো খুব আনন্দে রয়েছ। তোমার গুরুত্বপূর্ণ দিনে অনেক ভালোবাসা রইল আমার ছোট্ট বোনু। ভালবাসা নিও।’
গতকাল রোববার (২৩ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধলেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বন্ধু, প্রেমিক থেকে এখন তারা দম্পতি।
দুই দিন ধরে লীলা প্যালেস তথা পুরো উদয়পুর যেন কনের সাজে সেজে উঠেছিল। এই ঐতিহাসিক শহর রাঘব আর পরিণীতিকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত ছিল। শহরের চতুর্দিকে বিভিন্ন হোর্ডিংয়ে রাঘব আর পরিণীতির ছবি দিয়ে লেখা হয়েছে ‘রাঘব ওয়েডস পরিণীতি’। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, সস্ত্রীক ক্রিকেটার হরভজন সিং, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাসহ আরও অনেক তারকার সমাগম হয়েছিল তাদের বিয়ের আসরে।
আরএসও