সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউডের ‘খুফিয়া’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য বাংলাদেশি অভিনেত্রী খুঁজছিলেন বিশাল ভরদ্বাজ। তার টিমের পক্ষ থেকে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। কিন্তু কেউ অভিনয় করতে রাজি হননি। শেষ পর্যন্ত বাঁধনের কাছে প্রস্তাব গেলে তিনি লুফে নেন।
শুরু থেকেই এই ওয়েব ফিল্মটি নিয়ে উচ্ছ্বসিত বাঁধন। শুধু তিনি নন, দেশের দর্শকও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এটি দেখার জন্য।
সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে ‘খুফিয়া’র ট্রেলার। দুই মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারটিতে বাঁধনের উপস্থিতি খুব বেশি ছিল না। যদিও ধারণা করা হচ্ছিল, এতে তাকে বেশ প্রাধান্য দেওয়া হবে। কিন্তু তা হয়নি।
তবে কি সিনেমাজুড়ে বাঁধনের উপস্থিতি থাকবে— উত্তরে দেশের একটি গণমাধ্যমকে বাঁধন বলেন, ‘ওয়েব ফিল্মটিতে আমার উপস্থিতি খুব একটা বেশি নয়। তবে যেটুকু সময় আমাকে দেখানো হবে পুরোটা টাবুর সঙ্গেই আমার সিন। চরিত্রের ব্যাপ্তি অল্প হলেও দর্শক মুগ্ধ হবেন আমার বিশ্বাস। আমি কাজটি করে অনেক কিছু শিখেছি; যা আমার ভবিষ্যতে কাজে লাগবে।’
অল্প সময়ের উপস্থিতি থাকলেও এতেই বেজায় খুশি বাঁধন। ট্রেলার প্রকাশের পর নাকি পরিচিতরা প্রশংসা করছেন। তিনি বলেন, ‘দারুণ লাগছে। সবাই কল দিচ্ছেন। পোস্ট করে আমাকে ট্যাগ দিচ্ছেন। অভিনন্দন জানাচ্ছেন। এমনকি বলিউডের অনেকে আমাকে ট্যাগ দিয়ে ধন্যবাদ জানাচ্ছেন। আমি খুবই আনন্দিত।’
অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহয়ার’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ। থ্রিলার ঘরানার ছবি ‘খুফিয়া’য় আরও অভিনয় করছেন টাবু, আলী ফজল, আশিস বিদ্যার্থী ও ওয়ামিকা গাব্বি। ৫ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই ওয়েব ফিল্মটি।
আরএসও