সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘খুফিয়া’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভরদ্বাজ।
সিনেমার কাজ ইতোমধ্যেই শেষ। গত বছর প্রকাশিত হয়েছে টিজার। তখন জানানো হয়, শিগগিরই মুক্তি পাবে এটি। কিন্তু নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
এবার জানা গেল মুক্তির তারিখ। বড়পর্দায় ছবিটি দেখা যাবে না। আগামী ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি। খবর বলিউড হাঙ্গামার।
এর আগে ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ওয়েব ছবিটির লুক টেস্টের জন্য মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরে দিল্লিতে শুরু হয় শুটিং।
‘খুফিয়া’র শুটিং শেষ হয়েছে গত বছর। অ্যাকশন, ক্রাইম, থ্রিলারধর্মী এ সিনেমায় বাঁধন ছাড়া অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহয়ার’ অবলম্বনে ‘খুফিয়া’ নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ।
আরএসও