সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ-ভারত দুই দেশের সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করছেন আজমেরী হক বাঁধন। ছোট পর্দার সেই বাঁধন নিজেকে বদলে ফেলেছেন অনেক আগেই। তার অভিনয়ে মুগ্ধ দর্শক।
বিশেষ করে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার সাফল্য তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। বাঁধনকে দেখা গেছে ‘খুফিয়া রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ও ‘গুটি’র মতো ওয়েব সিরিজে। এছাড়া হিন্দি ভাষায় নির্মিত ‘খুফিয়া’ চলচ্চিত্রেও সমালোচকদের প্রশংসা পেয়েছেন এই সুন্দরী।
ক্যারিয়ার তো ঠিক ঠাক চলছে। বিয়ে নিয়ে কী ভাবছেন বাঁধন? ফের বিয়ে করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে একটি গণমাধ্যমকে বাঁধন বলেন, আমি আর বিয়ে নিয়ে কিছুই ভাবি না। মাঝে মাঝে মনে হয় একটা জীবনসঙ্গী থাকতে পারে। কিন্তু অনেস্টলি বলছি, মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাইনি।
তিনি বলেন, বিয়ের বিষয়টি এখন মা-বাবার ওপর ছেড়ে দিয়েছি। যদি মনের মতো একজন জীনসঙ্গী খুঁজে পাই, তাহলে হয়ত সিদ্ধান্ত নিতে পারি। ভবিষ্যৎ নিয়ে এখনও কিছুই নিশ্চিত না। তবে আমি মনের মতো একজন মানুষ খুঁজছি।
বলে রাখা ভালো, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয় বাঁধনের। দাম্পত্য কলহের জেরে মাত্র চার বছর পরই সেই সংসার ভেঙে যায়। এরপর গত ৯ বছর ধরে একমাত্র মেয়ে সায়রাকে নিয়ে মা-বাবার সঙ্গে সিঙ্গেল মাদার হিসেবে থাকছেন তিনি।
এম