সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাঁচ বছর পর পঞ্চম ছবির কাজ শুরু করলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ছবির নাম, ‘ওমর’। যদিও কাগজে-কলমে এটি তার ষষ্ঠ ছবি হতে চলেছে।
চলতি বছরের মার্চে ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রাজ। জানিয়েছিলেন, জুন-জুলাই মাসে শুটিংয়ে নেমে পড়বেন তিনি। সেই লক্ষ্যে জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খানকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করান। কিন্তু কেন্দ্রীয় চরিত্রের অভিনেতার নাম জানান তিনি।
পূর্ব নির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি রাজ। তবে দেরিতে হলেও মুখ্য চরিত্রের অভিনেতার সঙ্গে চুক্তির কাজ সারলেন তিনি। এই পরিচালকের ফেসবুক ঘুরে জানা গেছে, শফিরফুর রাজ হলেন ‘ওমর’ ছবির প্রধান চরিত্রের অভিনেতা। অভিনেতার সঙ্গে চুক্তির মুহূর্তের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে রাজ লিখেছেন, ‘ওমর’ সিনেমার নাম-ভূমিকায় যাকে নির্বাচন করেছি, তার সাথে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।
চিত্রগ্রাহক হিসেবেও তিনি যাকে নিয়েছেন, তার নামও রাজ। এটা নিয়ে তিনি আরও লেখেন, আমাদের সঙ্গে আছে আরেক রাজ। তিনি হলেন চিত্রগ্রাহক রাজু রাজ। আমরা তিন রাজ একসাথে আসছি।
জানা গেছে, ‘ওমর’ নির্মিত হচ্ছে খোরশেদ আলমের প্রযোজনায় মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ। সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন নাভেদ পারভেজ ও স্যাভি।
আরএসও