সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সদ্যই পরীমণির সঙ্গে বিচ্ছেদ হয়েছে শরিফুল রাজের। অন্যদিকে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ না হলেও আলাদা থাকছেন বুবলী। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকে ভালো লাগার কথা জানান নায়িকা।
সম্প্রতি ‘দেয়ালের দেশ’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন রাজ-বুবলী। এই ছবির একটি সংবাদ সম্মেলনের রাজকে প্রশংসায় ভাসিয়েছেন বুবলী।
বুবলী বলেন, ‘রাজকে আমি খুব পরিশ্রমী সহশিল্পী হিসেবে পেয়েছি। এমনও হয়েছে, শুটিং সেটে অনেক ভিড়, আমি ওকে কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। কারণ, সেটে একদম সাধারণ মানুষ হয়ে মিশে আছে। অনেক একাগ্রতা নিয়ে কাজ করেছে সে। এটা আমাদের সবার জন্য ভালো। এমন একজন শিল্পী পেয়েছি, যিনি চরিত্র নিয়ে অনেক চিন্তা করেন।’
রাজের প্রতি মুগ্ধতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই ছবিতে আমার আর রাজের দৃশ্যই অনেক বেশি। তাই আমাদের দুজনের মধ্যে সমীকরণটা সেভাবে তৈরি করতে হত। এই সমীকরণটা তৈরি করতে রাজ আমায় খুবই সাহায্য করেছে। এই কারণেই রাজকে আমার খুব ভালো লেগেছে।’
গেল বছরের মার্চে চুপিসারে শুরু হয়েছিল শরিফুল রাজ ও শবনম বুবলী জুটির প্রথম সিনেমা ‘দেয়ালের দেশ’-এর শুটিং। সরকারি অনুদানের এই সিনেমা পরিচালনা করছেন মিশুক মনি। শুটিং শেষ হয়ে সিনেমাটি এখন মুক্তির পথে। এরই মধ্যে গত সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশ হয়েছে এই ছবির ফার্স্টলুক পোস্টার।
হিমাগারে পাটাতনে বেরিয়ে আছে শবনম বুবলী লাশ, তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন শরিফুল রাজ। এমন করুণ প্রেক্ষাপট ফুটে উঠেছে প্রকাশিত সেই পোস্টারে।
আরএসও