সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন শরিফুল রাজ ও শবনম বুবলী। ছবির নাম ‘দেওয়ালের দেশ’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির শুটিং শেষ করা হয়েছে গোপনে। এর পরিচালক মিশুন মনি।
সিনেমা প্রসঙ্গে মিশুক মনির গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সোমবার (০২ অক্টোবর) সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হবে।’
নির্মাতা জানিয়েছেন, শুটিং সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে। সেখান থেকেই লুকগুলোর স্ক্রিনশট ছড়িয়েছে।
মিশুক মনির ভাষ্য, ‘কাজটি যিনি করেছেন, খুবই খারাপ করেছেন। এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে। পুরোপুরি শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করব।’
২০২০-২০২১ অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। পরের বছর এর দৃশ্যধারণের কাজ শুরু। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।
আরএসও