দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ৭১ মিলিয়ন ডলারের একটি ঋণচুক্তি হয়েছে। গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার গ্রামীণ জনগোষ্ঠীর বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নতির জন্য এ অর্থ দেবে এডিবি।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ চুক্তি সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং এ চুক্তিতে সই করেন। এ সময় বাংলাদেশ সরকার ও এডিবির আবাসিক মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘ক্লাইমেট রেজিলেন্ট ইন্টিগ্রেটেড সাউথওয়েস্ট প্রজেক্ট ফর ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট’ নামের প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এডিবি এ ঋণ দেবে বলে জানানো হয়।
প্রকল্পটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বাস্তবায়ন করবে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে ২০২৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে এটি বাস্তবায়ন হবে। এই প্রকল্পের মাধ্যমে গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন আনয়ন, সমন্বিত পানি সম্পদ ও অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন এবং উন্নত অবকাঠামো নির্মাণ ও সমন্বিত সহায়তার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন হবে বলে ধারণা করা হচ্ছে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) এডিমন গিনটিং বলেন, এডিবির নতুন প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পটি বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং পানি ব্যবস্থাপনাকে আরও উন্নত করে জলবায়ু সংকট মোকাবিলায় সহায়তা করবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদন ব্যবস্থা আরও ত্বরান্বিত হবে এ প্রকল্পের মাধ্যমে। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্বল জনগোষ্ঠী ও নারীদের আয় এবং জীবনমান বৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকের তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান সপ্তম। শুধুমাত্র জলবায়ু ঝুঁকির জন্য ২০৫০ সালের মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানা যায় বৈশ্বিক বিভিন্ন সূচক থেকে।
জেডএ