সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্যাহ আল মামুন হত্যা মামলার রহস্য উদঘাটনে গিয়ে শয়তানের নিঃশ্বাস নামের একটি মাদক বিক্রয় চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। তদন্তে বেড়িয়ে এসেছে এ চক্রের সদস্যরা অনলাইনে তাদের কার্যক্রম পরিচালনা করত।
শয়তানের নিঃশ্বাস নামের ওই মাদক ও ক্ষতিকর পটাশিয়াম সায়ানায়েডসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তারা এই নেশা বিক্রয় করত হতাশাগ্রস্তদের কাছে।
গ্রেপ্তাররা হলেন চাঁদপুর জেলার উত্তর মতলবের নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলের শাকিল আহমদ (৩০) ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঈদিল কাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব হোসেন (৩২)।
রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এসব তথ্য জানান। তিনি বলেন, রাজধানী উত্তরা থেকে নিখোঁজের একদিন পর গত ২৩ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ২০ নম্বর সেক্টরের সড়কের পাশ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্যাহ আল মামুনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তিনি কীভাবে মারা গেছেন সে রহস্য অজানাই থেকে যায়। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তাই আগের দিন সকালে ইউনিভার্সিটি হয়ে একটি হাসপাতালে যাওয়ার কথা ছিল শিক্ষক মামুনের। অথচ তার সন্ধান মেলে রূপগঞ্জে।
তদন্তের নানা বিষয় তুলে ধরে পুলিশ সুপার বলেন, শিক্ষক নিহতের ঘটনায় তার ভাই মামলা করলে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর নিহত শিক্ষকের মুঠোফোনের সূত্র ধরে তদন্ত করতে গিয়ে একটি চক্রের সন্ধান পাওয়া যায়। মূলত এই চক্রের দুই সদস্য শাকিল আহমদ ও রাকিব অনলাইনে ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামের একটি মাদক বিক্রি করে। এছাড়া ক্ষতিকর পটাশিয়াম সায়ানায়েড সরবরাহ করে।
পুলিশের ভাষ্য, এই নেশা সেবনকারীরা জ্ঞান হারিয়ে ফেলার পাশাপাশি হতাশাগ্রস্ত হলে বেছে নেয় আত্মহত্যার পথ। এমনকি মারাত্মক ভয়ংকরও হয়ে ওঠে। আক্রমনাত্মক হয়ে ওঠে অন্যের ওপর। শয়তানের নিঃশ্বাস নামের এই মাদক বিক্রি চক্রের সদস্যরা অনলাইনে তাদের বাছাইকৃত লোকজনের কাছে বিক্রি করে থাকে। এছাড়া আত্মহত্যা বা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চায় এমন ব্যক্তিদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্ষতা গড়ে তোলে এই চক্র সদস্যরা।
পুলিশ জানায়, শনিবার রাতে চাঁদপুর থেকে শাকিল আহমদ ও ঢাকার টিকাটুলি থেকে রাকিব গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে পটাশিয়াম সায়ানাইড, স্কোপোলামিন, ক্লোরোফর্ম উদ্ধার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তাদের অপরাধের নানা চিত্র।
জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার শয়তানের নিঃশ্বাস বিক্রি চক্রের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করে অন্য কারও তথ্য পাওয়া গেলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। পাশাপাশি শিক্ষক মামুন হত্যা মামলায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এইউ