সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, কেউ আন্দোলন নিয়ে হতাশ হবেন না। বিএনপি এবার সফল হবেই।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডের বিএনপির কার্যালয়ের সামনের সড়কে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদীন ফারুক বলেন, সময় থাকতে পদত্যাগ করুন। নয়তো বুড়িগঙ্গা-শীতলক্ষা নদীও পার হতে পারবেন না। এক দফা দাবি মানতেই হবে। বুলি উড়িয়ে বিএনপি ও বিদেশিদের গালি দিয়ে লাভ নেই। এবার পালানোর পথ পাবেন না।
তিনি বলেন, বিগত ১৪ সালে আমরা মিছিল করি বোমা ফাটায় আওয়ামী লীগ। বাসে আগুন দেয় স্বেচ্ছাসেবক লীগ। এবার আর তা হবে না। নির্বাচন নির্বাচন খেলা আর খেলতে দেওয়া হবে না। আগামী নির্বাচনের আগে বিএনপির এক দফা দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না সরকার। অথচ তিনি কোনো দুর্নীতি করেননি।
ফারুক বলেন, যেসব বিএনপি নেতা খালেদা জিয়ার মুক্তির মিছিলে অংশ নেন না, শুধু এমপি হতে আসেন এমন নেতা বিএনপির দরকার নেই। হিসেব লিখে রাখবেন, যারা গ্রেপ্তার, হামলা মাথায় নিয়ে খালেদা জিয়ার মুক্তির চলমান আন্দোলনে অংশ নেবে বিএনপি তাদের মনে রাখবে।
আরএ