সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনা নেত্রকোনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকালে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের হাসপাতাল রোডস্থ রাজনৈতিক কার্যালয়ে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আজিজুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কামরুল হক, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালেদ সাইফুল্লা মুন্না, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা।
জেবি