সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নওগাঁর নিয়ামতপুরে সাবেক জামায়াত নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নিয়ামতপুর উপজেলার বালাহৈর গ্রামের মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু (৪৫) ও চৌরা সমাসপুর আড্ডা এলাকার মোহাম্মদ নাসিমুজ্জামান (২৭)।
গ্রেপ্তাররা মাইনুল নিয়ামতপুর উপজেলা জামায়াতের সাবেক আমির এবং নওগাঁ জেলার সহকারী সেক্রেটারির দায়িত্বে ছিলেন এবং নাসিমুজ্জামান জামায়াতের সমর্থক ছিলেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
জেবি