দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। নৌকার সমর্থক মো. তুষার আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সমর্থক লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ আহমেদ আমিনুল এ মামলা করেন।
মামলায় নৌকার সমর্থক ইউপি চেয়ারম্যানসহ ১৬ জন এবং ঈগলের একজন ইউপ সদস্যসহ ১০ জনকে আসামি করা হয়েছে। নৌকা সমর্থকের করা মামলায় মো. কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নৌকার সমর্থকের মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার নৌকার প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খানের পক্ষে লক্ষিন্দর ইউনিয়নের বাঘারা বাজার এলাকায় সন্ধ্যায় মিছিল ও গণসংযোগ করা হয়। ওই বাজারে নৌকার নির্বাচনি অফিসে আলোচনা করা অবস্থায় লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের সদস্য শরীফ আহমেদ আমিনুলসহ ১৫/২০ জন অজ্ঞাতনামা লোক অফিসে পরিকল্পিতভাবে হামলা করেন। এতে আহত হন জাফর আহমেদ (৫০) নামে একজন। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি। নৌকার পক্ষে কোনো প্রকার মিছিল বের করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
ঈগল প্রতীকের সমর্থকের মামলায় বলা হয়েছে, নির্বাচনি কাজে শুরু থেকেই তাদের বাধা দিয়ে আসছে নৌকার সমর্থকরা। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনি প্রচার শেষে বাঘারা বাজারে ঈগলের নির্বাচনি অফিসের সামনে আসলে তাদের পথরোধ করেন নৌকার সমর্থকরা। পরে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ঈগলের পক্ষে কাজ করতে নিষেধ করেন। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে এলাপাথারি মারধর শুরু করেন। চেয়ারম্যান কুড়াল দিয়ে মাথায় কোপ দেন ইউপি সদস্য ঈগল প্রতীকের সমর্থক শরীফ আহমেদ আমিনুলকে। এসময় রুহুল আমিন (৩৩) ও জহিরুল ইসলাম (৩২) নামে ঈগলের আরও দুই সমর্থক আহত হন। ভাঙচুর করা হয় ঈগলের নির্বাচনি অফিস। ক্ষতি করা হয় দশ লাখ টাকার মালামাল। এছাড়া ঈগলের প্রচার-প্রচারণা করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। নৌকা সমর্থকের করা মামলায় মো. কাশেম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের প্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকরা উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘারা বাজার এলাকায় সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন।
আরএ