সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ার শেরপুরে চারতলা ভবন থেকে লাফিয়ে পড়ে তবিবুর রহমান টিপু পোদ্দার (৪০) নামের সাবেক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ছাদ থেকে পড়ে আহত হলে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
টিপু পোদ্দার শেরপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম দত্তপাড়া এলাকার স্বভাবকবি মুহম্মদ আব্দুর রউফের ছেলে এবং শেরপুর শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
টিপুর বড় ভাই শেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি বলেন, ‘আমার ছোট ভাই দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাসার চারতলার ছাদ থেকে পড়ে সে আহত হয়। পরে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় সে মারা যায়।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি