দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাবেক স্বামী কর্তৃক ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ হওয়ায় ফরিদপুরে ভাঙা উপজেলায় আত্মহত্যা করেছেন এক তরুণী। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় নানার বাড়ি এসে আত্মহত্যার পথ বেছ নেন সুমাইয়া আক্তার (১৯) নামে ওই তরুণী।
মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে উপজেলার ছিলাধরচর গ্রামে নানা মালেক মৃধার বাড়ি বেড়াতে এসে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত সুমাইয়ার বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার পুড়াইদা গ্রামের সাখাওয়াতের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৫-৬ মাস আগে ঢাকার জনৈক ইমনের সঙ্গে সুমাইয়া মোবাইলে সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের দেড় মাস পরে তাদের বিচ্ছেদ হয়। এরপর ইমন সুমাইয়ার মোবাইলে বারবার কল দিয়ে বিরক্ত করতে থাকে এবং পুনরায় বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে।
কিন্তু সুমাইয়া বিয়েতে রাজি না হওয়ায় তাদের বিয়ের সময়ের আপত্তিকর ছবি তার মোবাইলে পাঠায় এবং ফেসবুকে ছেড়ে দেয়। সুমাইয়া ফেসবুকে তার আপত্তিকর ছবি দেখে ভাঙ্গায় নানার বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
আরএ