দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা-চাঁদপুর বাসচালক ও শ্রমিকদের কর্মবিরতি। সোমবার (১৪ আগস্ট) ভোর থেকে ঢাকা-চাঁদপুর রুটে পদ্মা বাস সার্ভিস বন্ধ রয়েছে।
এদিকে মঙ্গলবার (১৫ আগস্ট) অনেক যাত্রী বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফিরে গেছেন। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
চালক ও শ্রমিকরা জানায়, সড়কে অবৈধ বাস চলাচল বন্ধ করতে হবে। আল আরাফসহ অনেক বাস সার্ভিস সড়কে অবৈধ কাউন্টার খুলে ব্যবসা করছে। তাদের কারণে চাঁদপুরের একমাত্র ঢাকা-চাঁদপুরগামী পদ্মা বাস সার্ভিস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া সড়কে বেপরোয়া অবৈধ বাস চলাচলের কারণে সড়কের প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। জেলা প্রশাসন ও মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না দিলে কর্মবিরতি চলবে।
আল-আরাফাহ বাস মালিক সমিতির পক্ষে সোহরাব হোসেন বলেন, এভাবে আন্দোলন না করে, পদ্মা বাস সার্ভিসের উন্নতি করলে ভালো হবে। তারা আমাদের এভাবে অবৈধ বলতে পারে না।
জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ বলেন, পদ্মা বাস মালিক বা শ্রমিকদের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। যতটুকু জানি, তাদের মালিকপক্ষের দ্বন্দ্ব রয়েছে।
জেলা বাস মালিক সমিতির সভাপতির আবু নঈম পাটোয়ারী দুলাল বলেন, কোনো দাবি দাওয়া থাকলে আমরা তুলে ধরবো কিন্তু তাদের কাজ যাত্রী নেওয়া-আনা। তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।
জেবি