দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টাঙ্গাইলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে জয়নাল আবেদীন নামের এক প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ আগস্ট) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এ আদেশ দেন। জয়নাল আবেদীন উপজেলার সাড়াশিয়া গ্রামের মর্তুজ আলীর ছেলে। একই সঙ্গে তিনি জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নানা সময় উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছিল। বিষয়টির প্রতিকার চেয়ে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রেকেকা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে দণ্ডপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেবি