সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কুমিল্লা সদর হাসপাতাল থেকে এক নবজাতক (৪ দিন) চুরির অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ আগস্ট) সকালে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া নবজাতকটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারোপাড়া এলাকার জসিম উদ্দিন ও আয়েশা বেগম দম্পতির সন্তান।
নবজাতকের বাবা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার (১০ আগস্ট) সদর হাসপাতালে আমার মেয়ের জন্ম হয়। আজ গাইনি চিকিৎসক দেখানোর জন্য আমার শাশুড়ি সন্তানকে কোলে নিয়ে টিকিট কাউন্টারে যান। সেখানে এক নারী আমার শাশুড়িকে বলে সে টিকিট কেটে দেবে। নবজাতককে তার কাছে দেওয়ার জন্য বলে। আমার শাশুড়ি তার কোলে দেন। এক পর্যায়ে কৌশলে ওই নারী আমার সন্তান নিয়ে পালিয়ে যান।
নবজাতকের নানি নূরজাহান বেগম বলেন, টিকিট কেটে দেবে বলে আমার কোল থেকে নাতনিকে নিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে ওই নারী টিকিট কাউন্টারের পেছনে গিয়ে আর আসেনি।
এ বিষয়ে কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল করিম খন্দকার বলেন, নবজাতকটি সুস্থ ছিল। গাইনি ডাক্তার দেখানোর কোনো পরামর্শ কেউ দেননি। স্বজনরা নিজ থেকেই চিকিৎসক দেখানোর জন্য শিশুটিকে নিয়ে বের হন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, নবজাতক উদ্ধার ও অপহরণকারীকে আটকে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
জেবি