সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় একদিনে অন্তত ১৫ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) দিনভর পারুলিয়া ও সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে তারা কুকুরের আক্রমণের শিকার হন।
পারুলিয়া বাজারের একাধিক ব্যবসায়ী জানান, অসুস্থ কুকুরটি প্রথমে পারুলিয়া সাগরশাহ দীঘি এলাকা থেকে বেরিয়ে কয়েকজনকে কামড়ে জখম করে সখিপুরের দিকে যায়। সেখানেও বিভিন্ন লোককে আকস্মিক কামড়ে জখম করে। সন্ধ্যায় কুকুরটি আবারও পারুলিয়া জেলিয়াপাড়া ও শেখপাড়া এলাকায় ঢুকে কয়েকজনকে কামড়ে আহত করে। এ ঘটনায় গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাকিব হাসান বাঁধন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৫ জন কুকুরের কামড়ে আহত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
জেবি