সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনীর পাঁচগাছিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে যুবলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
শুক্রবার (১১ আগস্ট) রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারে এ ঘটনায় উভয়পক্ষের ২ জন আহত হয়েছেন। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন, হায়দার হোসেন পিংকু এবং জাবেদ উল্লাহ। পিংকু পাঁচগাছিয়া বাজার ও জাবেদ বিরলী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ডালিমের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা যুবলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক এনায়েত উল্লাহ মুন্না এবং ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন রতনের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ জের ধরে শুক্রবার রাতে পাঁচগাছিয়া বাজারে ছাত্রলীগ নেতা রুবেলের দোকানে বসা ছিলেন ডালিমের অনুসারী হিসেবে পরিচিত হায়দার হোসেন পিংকু। এসময় ৩০-৩৫ জন এসে পিংকুকে এলোপাতাড়ি আঘাত করে। তার চিৎকারে পাশের অফিস কক্ষে থাকা ডালিমসহ আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালায়। এতে জাবেদ উল্লাহ নামে আরেকজন গুরুতর আহত হন।
আহত পিংকু ও জাবেদকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জাবেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, রাতে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে পিংকু প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিম বলেন, আমি ব্যক্তিগত কার্যালয়ে জায়গা-জমি সংক্রান্ত একটি সালিশি বৈঠকে থাকা অবস্থায় শোরগোল শুনে বেরিয়ে এলে মিয়াজী এন্টারপ্রাইজে হামলা হচ্ছে দেখে এগিয়ে যাই। তখন স্থানীয়রা হামলাকারী একজনকে ধরে পিটুনি দেয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব বলেন, মিয়াজী এন্টারপ্রাইজে বিকাশে ২০ হাজার টাকা ক্যাশ আউটের সময় ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা, এমন একটি সংবাদ শুনেছি। পাশে থাকা পিংকু এতে বাধা দিতে চাইলে তাকে কুপিয়ে আহত করা হয়।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে দু'পক্ষের ২ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি