সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামের মিরসরাইয়ে এক রাতে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মিঠানালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
আকরাম আলী ভূঁইয়া বাড়ির মো. ইমামের তিনটি ও নিজাম উদ্দিন ভূঁইয়া বাড়ির আবুল কালামের তিনটি গরু চুরি হয়। তাদের দাবি, গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত গরুর মলিক মো. ইমাম বলেন, ‘৩টি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। শুনেছি একটি পিকআপ নিয়ে বাড়ির সামনে দীর্ঘক্ষণ পাহারা দিয়েছে চোরের দল। রাত পোহানোর আগেই গোয়াল ঘরের তালা ভেঙে মোটা ৩টি গরু নিয়ে যায়। সকালে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শফিকুল ইসলাম বলেন, ‘গরু চুরির ব্যাপারে থানায় কেউ জানায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছি।’
জেবি