দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (এমএ মতিন) মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী নিজেই জানেন না তার নির্বাচনি আসনের সীমানার পরিধি। আর এজন্য তাকে গুণতে হয়েছে তিন হাজার টাকা জরিমানা ও সকল পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রত্যাহারের আদেশ দেন।
ভুল তথ্য দিয়ে ফেনী-২ আসনে পোস্টার সাঁটিয়েছেন ও ফেস্টুন লাগিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী।
আসনটি ফেনী সদর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। অথচ তিনি তার পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ফেনী-২ আসনের সদরের পরিবর্তে ফেনী সদর ও সোনাগাজীর আংশিক উল্লেখ করেছেন।
সীমানা পরিধির এমন ভুল তথ্য দিয়ে প্রার্থী নিজ নির্বাচনি এলাকা ফেনী-২ আসনে পোস্টার সাঁটিয়েছেন ও ফেস্টুন লাগিয়েছেন। ব্যানার ঝুলিয়েছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে সীমানা পরিধি নিয়ে বিভ্রান্ত তৈরি হয়।
এ বিষয়ে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, বিষয়টি অবগত হওয়ার পর ফেনী পৌর এলাকার আচরণবিধি সংক্রান্ত ফেনী জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজ্জা পোস্টার, ব্যানার ও ফেস্টুনে বিভ্রান্তকর তথ্য দেওয়ায় ফেনী-২ আসনের মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদীকে শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং একইসঙ্গে এ সকল পোস্টার, ব্যানার ও ফেস্টুন প্রত্যাহারের আদেশ দেন।
এ বিষয়ে মোমবাতীর প্রার্থী মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী জানান, নির্বাচনে নতুন হওয়ায় আমার ভুল হয়েছে। এক হাজার পোস্টার ও কিছু পেস্টুন ছাপিয়েছিলাম। সেগুলো পরিবর্তন করছি।
জেবি