সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অডিটের নামে দোকানে ঢুকে প্রতারণার মাধ্যমে টাকা চুরির অভিযোগে বগুড়ার শিবগঞ্জে দুই ইরানি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়। এর আগের দিন বুধবার রাতে নওগাঁর সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এই দুজন হলেন আজাদ নুবাহার (৩৫) ও আরসাদ আমন (৩৮)।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে শিবগঞ্জের উপজেলা সদরের হৃদয় টেলিকমে নামে একটি দোকানে ওই দুই ইরানি যুবকসহ ৪-৫ জনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র উপস্থিত হয়। তারা এসেই অডিট করার কথা জানান দোকানের মালিক দুলাল মিয়াকে। পাশাপাশি প্রতারক চক্রের সদস্যরা তাদের মানিব্যাগ থেকে বিভিন্ন দেশের ডলার বের করে দেখান।
এসব কথার ফাঁকে ইরানি যুবকরা নিজেদের কাছে থাকা নেশাজাতীয় দ্রব্য নিয়ে দুলাল মিয়া ও তার ভাগিনার চোখ এবং মাথায় হাত বুলিয়ে দেয়। এতে তারা দুজনই বোধশক্তি হারিয়ে ফেলেন। এসময় প্রতারক চক্রের সদস্যদের কথামতো দুলাল তার ক্যাশ থেকে এক লাখ টাকা বের করে দেন। ঘটনার সময় বাইরের লোকজন দোকানে আসতে চাইলে তাদের সঙ্গে থাকা অজ্ঞাত এক বাংলাদেশি যুবক বলেন, দোকানে অডিট চলছে এ কারণে তাদের পরে আসতে বলেন। এদিকে টাকা নিয়ে ওই দুজন দুলালের সঙ্গে কুশল বিনিময় করে এলাকা থেকে দ্রুত চলে যান।
এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর ব্যবসায়ী দুলাল বুঝতে পারেন যে, তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি পুলিশের কাছে গিয়ে ঘটনা খুলে বলেন।
প্রতারণার খবর পেয়ে পুলিশ মাঠে নামে। পরে বুধবার নওগাঁ সদরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে দুলাল মিয়া বলেন, ওই সময় আমাদের কোনো জ্ঞান ছিল না, তারা যা বলছিল সেই অনুযায়ী কাজ করতে থাকি। পরে বিষয়টি বোঝার পর পুলিশকে জানাই।
ওসি আব্দুর রউফ বলেন, দুই ইরানি যুবক ভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। কিন্তু তাদের পাসপোর্টের মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়েছে। তারা বেশি কথা বলেন না। তবে কথাবার্তায় বোঝা গেছে পেশাদার অপরাধী তারা।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত নেশাদ্রব্যের মাধ্যমে তারা টাকা-পয়সা চুরি করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও চুরির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জেবি