দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নরসিংদীতে নিজ বাড়ির সামনে থেকে সিফাত নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করছেন তার স্বজনরা।
নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের গালিম বাড়ি এলাকায় বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় সিফাতের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার আবুল কালাম খসরুর ছেলে।
আবুল কালাম খসরু বলেছেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ছোট ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না। আমার বাসা থেকে অনেক টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেছেন, বাচ্চাটির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
জেবি