সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রায়েরবাজার পোস্ট অফিস গলির একটি বাসা থেকে বের হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, গ্রেপ্তারের পর বকুলকে বৃহস্পতিবার বিকেলে ফেনী এনে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদ্বীপ কুমার দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বকুলের বিরুদ্ধে অন্তত ২৩টি মামলা রয়েছে। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি