সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ এন্টারপ্রাইজ নামের এক দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীর।
বুধবার (৯ আগস্ট) দিনগত রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকার ফিরোজ মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জিতু মাহমুদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফিরোজ মার্কেটে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন জিতু মাহমুদ। প্রতিদিনের মতো বুধবার দিনগত রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যায়। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সবগুলো তালা ভাঙ্গা এবং ৩০০ চালের বস্তা (আনুমানিক দাম ৯ লাখ টাকা), সাত কার্টুন সয়াবিন তেলসহ (২১ হাজার টাকা) অন্যান্য মালামাল চুরি হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
জেবি