সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে চাচার লাঠির আঘাতে ভাতিজা আজিজার মন্ডলের (৪৪) মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৯ আগস্ট) সকাল ৫টায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আজিজার মন্ডল উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ব্যাপারীপাড়ার মৃত আক্কাস মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চাচার সঙ্গে জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্ববিরোধের জেরে ভাতিজা আজিজারের সঙ্গে চাচার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে চাচা ফরিদ উদ্দিন (৫৮) ও তার ছেলে রিপন হোসেন (৩৩) লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন আজিজার মন্ডল। তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী আজিরুন বেগম (৩২), ছোট ভাই আজিজুল ইসলামকেও ইট ও লাঠি দিয়ে আঘাত করা হয়।
স্থানীয়রা আরও জানান, তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজিজার ও তার স্ত্রী আজিরুনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় আজিজার মন্ডলের মৃত্যু হয়। আজিজারের ছোট ভাই আজিজুল মন্ডল আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।
এ বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফেরদৌস রহমান বলেন, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলছে। এর জেরে চাচার লাঠি ও ইটের আঘাতে ভাতিজা আজিজারের মৃত্যু হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেবি