সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নীলফামারীর সৈয়দপুরের একটি জলাশয়ে ভাসছিল জমিলা খাতুন (৬৫) নামের এক নারীর মরদেহ। গোলাহাট পুলিশ ফাঁড়ি থেকে ১০০ গজ দূরে রেলওয়ে কলোনি এলাকার একটি জলাশয়ে বুধবার (৯ আগস্ট) সকালে তার মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সকাল ৭টার দিকে পরিবারের লোকজন তার লাশ জলাশয় থেকে তুলে বাড়িতে নিয়ে যান।
জমিলা খাতুন ওই এলাকার মৃত ওমর আলীর স্ত্রী।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। আইনি কার্যক্রম চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে রেলওয়ের ওই জলাশয়ে জমিলার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন।
জমিলার ছেলে মুরাদ হোসেন জানান, তার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই দিন ভোরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারা সকালে এলাকায় তাকে খোঁজাখুঁজি করছিলেন। পরে স্থানীয়দের কাছে শুনে সেখানে গিয়ে তার মায়ের মরদেহ শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে যান।
জেবি