সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার ইচ্ছেমতো সংবিধান বদল করে নির্বাচন ব্যবস্থাকে কুক্ষিগত করেছে। রোববার (৩০ জুলাই) বগুড়া জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টিকে জনগণের কাছে যেতে পদে পদে বাধা দেওয়া হয়েছে। তবে দল এখন থেকে জনগণের রাজনীতি করবে। যারা বিভ্রান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পার্টি দালালি করে ক্ষমতায় আসতে চায় না।
তিনি বলেন, জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ। বিএনপিও ক্ষতি করেছে, তবে আওয়ামী লীগ ধ্বংস করেছে।
জাপা চেয়ারম্যান আরও বলেন, জাতীয় রাজনীতি এখন সংঘাতময় হয়ে গেছে। তৃণমূলের নেতাকর্মীরা দলের সাহস ও শক্তি। কিন্তু নেতাকর্মীরা রাজপথে নেই, আমরাও (নেতারা) রাজপথে নেই। মেনে নিতে কষ্ট হলেও এটাই বাস্তবতা। কেউ ঘরে বসে থাকলেও বৈষ্যম্যের স্বীকার হবেন। কারণ চাকরি ও ব্যবসা সব আওয়ামী লীগ নিয়ে যাবে। তাই আর শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে লাভ নেই।
তিনি বলেন, মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প খুঁজছে। বাস্তবতা হচ্ছে, জাতীয় পার্টি সেই বিকল্প হতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে জাতীয় পার্টির কোন গ্রহণযোগ্যতা দেখিনা। জাতীয় পার্টিতে পদ পদবী পাওয়া এখন কোনো বিষয়ই না। একাধিক প্রার্থী থাকায় ঢাকায় গিয়ে ১৫ দিনের মধ্যে নাম ঘোষণা করা হবে।
এইউ