সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে এবার নিজ গ্রাম কিশোরগঞ্জের হাওরে ঈদুল আজহা পালন করলেন মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় বৃষ্টির কারণে জেলার মিঠামইন উপজেলার কামালপুরের নিজ বাড়ির জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন এই সাবেক রাষ্ট্রপতি। এসময় তার সঙ্গে ছিলেন বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক ও পরিবারের অন্যান্য সদস্যরা।
কামালপুর মসজিদে ঈদের নামাজ পড়ান ইমাম মওলানা আবু তাহের। নামাজ শেষে সাবেক রাষ্ট্রপতি মা-বাবাসহ আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। পরে আবদুল হামিদ ও ছেলে রেজওয়ান আহমদ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। ঈদে ২২টি পশু কুরবানি দিয়েছেন আবদুল হামিদ।
এর আগে গত ২৬ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠামইনের কামালপুরে পৌঁছান আবদুল হামিদ।