দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় প্রতিবন্ধী ছাইফুর রহমান (৫২) ও তাঁর ছেলে রোমান কাওছার (২৩) নামের শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সাতজনকে আসামি করে ছাইফুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার গোপিগ্রামের মৃত খেজর উদ্দিনের ছেলে ছাইফুর রহমান। তিনি জন্মগত ভাবেই শারীরিক প্রতিবন্ধী। গত শুক্রবার তাঁর সৎ ভাইয়েরা নুরুল আমিন (৩২), মিজানুর রহমান (৫৫), রুহুল আমিন (৬৫), রায়হান মিয়া, মানিক মিয়াসহ ১০-১২ জন যুবক সংঘদ্ধ হয়ে বাড়িতে অবস্থান করে । এসময় তারা অস্ত্র নিয়ে ছাইফুর রহমানের জমিতে চাষ করা তামাক উত্তোলন করতে থাকে। পরে ছাইফুর রহমান লোকের মুখে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায়। ছাইফুরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জমিতে কোনো চাষাবাদ করতে দিবে না এবং জমি দখলসহ হত্যার হুমকি দেয়।
চাঁদা দিতে অস্বীকার করলে ছাইফুর রহমানকে তারা মারপিট করে। এসময় বাবাকে বাঁচাতে আসলে ছেলে রোমান কাওছারকেই কুপিয়ে জখম করে। পরে বাবা-ছেলের ডাক চিৎকার করতে থাকে। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন দেয় স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যে পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসলে নুরুল আমিনরা পালিয়ে যায়। পরে রক্তারক্ত অবস্থায় রোমান ও তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা দুজনই চিকিৎসাধীন।
এ বিষয়ে ছাইফুর রহমান বলেন, আমার শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে বাবা আমাকে কিছু জমি লিখে দেয়। দীর্ঘদিন থেকে আমার সৎভাইয়েরা শক্রুতা করে আসছে। এর আগেও তাদের বিভিন্ন সময়ে চাঁদা দিয়েছি। আমার ২০ জমিনের সব তামাক উপড়ে ফেলে নষ্ট করেছে তারা। পাঁচ লাখ টাকা চাঁদা আমি দিতে অস্বীকার করলে আমাকে মারপিট করে। পুলিশ ও স্থানীয়রা এগিয়ে না আসলে আমরা মারা যেতাম। আমার একমাত্র ছেলের মাথায় ৮টি সেলাই দেওয়া আছে।
কে