দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জামালপুরের বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ইয়াবা সেবনের দুইটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওগুলো কয়েক দিন আগে ফাঁস হলেও শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় নেতিবাচক মন্তব্যের ঝড়।
ভিডিও ভাইরাল হওয়া নেতা বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়র স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানজিল টুটুল। তিনি বাট্টাজোড় মধ্য পলাশতলা গ্রামের ফজলুল হকের সন্তান।
১৮ সেকেন্ড ও ৪ সেকেন্ডের দুইটি ভিডিওতে দেখা যায়- একটি ঘরে বিছানার ওপর লুঙ্গি ও সেন্ডো গেঞ্জি পড়ে ইয়াবা সেবন করছেন টুটুল।
ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো বকশীগঞ্জ জুড়ে চলছে সমালোচনার ঝড়। সবাই করছেন নেতিবাচক মন্তব্য। এছাড়াও তার বহিষ্কারের দাবি জানিয়েছে অনেকে।
ইয়াবা সেবন ও ভিডিও’র বিষয়ে তানজিল টুটুল মোবাইল ফোনে বলেন, আমি বিগত সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমি বিএনপির দুঃসময়ে সামনের কাতারে ছিলাম। মামলার আসামি ছিলাম, জেল খেটেছি। এটা সত্যিকারের অর্থে আমি না। আমি দুইটা ভিডিও দেখেছি। ভিডিও গুলো এক সাইড থেকে নেয়া। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। আমি কোনো নেশার সঙ্গে জড়িত ছিলাম না। আমি নেশামুক্ত দেশ, জাতি ও বকশীগঞ্জ চাই।’
বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন বলেন, ভিডিও গুলো দেখার সঙ্গে সঙ্গে আমরা টুটুলকে জিজ্ঞেস করেছিলাম। প্রথমে অস্বীকার করলেও পরে জানায় যে, ভিডিওগুলো ১০ বছর আগের। কয়েকদিন পরে আমাদের বকশীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। এটা নিয়ে আমরা ব্যস্ত আছি। কাউন্সিল শেষ হলেই আমরা প্রয়োজনীয় দলীয় ব্যবস্থা গ্রহন করব।
কে