সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা থেকে যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনতাইয়ের ঘটনায় শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এদিকে এ ঘটনায় তরিকুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার।
এ ব্যাপারে শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, হত্যা চেষ্টা মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে শুক্রবার রাতে গ্রেপ্তারের পর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় ঢুকে ১০ জন পুলিশ সদস্যকে মারধর করে। এদিকে, ওসির দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় জেলা পুলিশ সুপার ওসিকে প্রত্যাহার করে নেয়।
তিনি আরও জানান,তরিকুলকে রাত নয়টার দিকে উপজেলার দেউলভোগের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আর ঘটনার সঙ্গে জড়িত উপজেলার সিয়াম পাঠান, শুভ পাঠান ও মো. হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরাধের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
অ