সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করতে গেলে আশরাফুল ইসলাম নামে এক কৃষককে সাপে কাটে। এ ঘটনার পর আশরাফুল সাপটিকে মেরে সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে এলে চিকিৎসক সাপটিকে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করেন। আশরাফুল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে।
আহত আশরাফুল ইসলাম (৪০) কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝগড়ার চর গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।
হাসপাতালে চিকিৎসাধীন আশরাফুল ইসলাম বলেন, দুপুরে পদ্মা নদীর চরের ফসলি জমিতে কাজ করার সময় একটি সাপ তার পায়ে কামড় দেয়। এসময় চিৎকার করলে লোকজন এগিয়ে আসলে সকলের সহযোগিতায় সাপটি মেরে ফেলি। পরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ডাক্তার জানিয়েছে সাপটি রাসেলস ভাইপার।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. নাজিমুদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি।
আরএ