সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁদপুরে শীতের তীব্রতার সাথে বেড়েছে ঘন কুয়াশা। যার ফলে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে কুয়াশা বেড়ে যাওয়ায় বুধবার ভোর ৫টা থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় হরিণা ও নরসিংহপুর আলু বাজার ঘাটের ফেরি চলাচল। তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টায় আবারও ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) হরিণা ফেরিঘাটের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।
তিনি বলেন, ভোর রাতে কুয়াশা বেড়ে যায়। যার ফলে চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। দুর্ঘটনা এড়াতে ভোর রাত থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। প্রতি বছর শীত মৌসুমে মাঝে মাঝে কুয়াশা বেড়ে যায়। তখন আমরা দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখি। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পূর্ব থেকেই নির্দেশনা দিয়ে রেখেছেন।
এদিকে বুধবার সকালে ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানান জেলা আবহাওয়া অধিদপ্তর।
চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব আহম্মেদ জানান, গত কয়েকদিন ধরে ১৫/১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠা-নামা করছে। মধ্যরাত থেকে ঘন-কুয়াশায় ঢাকা পড়েছে চাঁদপুরের জনপদ। তবে দুপুরের দিকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে জানান তিনি।
আরএ