সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিয়ের দাবিতে প্রেমিক মাসুদ আহমেদ সাগরের বাড়িতে অনশনে বসেছেন একই গ্রামের মা-মেয়ে ও খালা। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া গ্রামের মাসুদ আহমেদ সাগরের বাড়িতে ৬ দিন ধরে এ অনশন অব্যাহত রয়েছে।
প্রেমিক মাসুদ আহমেদ সাগর একই গ্রামের নেছার উদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোদি প্রবাসী মাসুদ আহমেদ সাগর ও রূপালি আক্তার সম্পর্কে ফুফাতো-মামাতো ভাই বোন। গত দুই বছর ধরে মোবাইলে সাগর ও রূপালির প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে রূপালিকে বিয়ের প্রস্তাব দেয় সাগর। কিন্তু রূপালির মা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করেন। এরপর রূপালীর মা অন্যত্র তার বিয়ের চিন্তা ভাবনা করেন। এরমধ্যে সাগরের মা বাবা সাগরকে অন্যত্র বিয়ের চেষ্টা করেন। এরপর গত শুক্রবার রূপালী সাগরের বাড়িতে আসে। পরে সাগর রূপালিকে তার মায়ের কাছে মাফ চাইতে বলেন। রূপালি মাফ চাইলেও সাগরের মা তাকে মাফ না করে রূপালিকে ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এরপর রূপালি বিষয়টি তার মা খালাকে জানালে তিনজন সাগরের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসে। রূপালি তার মা ও খালাসহ সাগরের বাড়িতে অনশনে বসলে সাগরের মা বাবাসহ সবাই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়।
সাগরের পরিবারের অভিযোগ রূপালি তার মা ও খালাকে নিয়ে এসে সাগরদের বাড়ি দখল করে রেখেছে। তারা পাঁচ লাখ টাকা দাবি করছে। অন্যদিকে রূপালি জানিয়েছে সাগর তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে।
বিষয়টি নিয়ে নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রব ভূঁইয়া বলেন, প্রায় সময়ই প্রেম সম্পর্কিত বিষয়ে অনশনের খবর শোনা যায়। তবে সাগরের বাড়িতে রূপালির অনশনের বিষয়ের আমার জানা নেই।
আরএ