সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানা মোড় চৌমাথায় এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার রিমন কুমার তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ডাবলু, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফন্টের আহ্বায়ক দেবাশীষ চাকী কাজল, সদস্য সচিব গোবিন্দ কুমার দাস, খ্রিস্টান নেত্রী এ্যামিলি হেব্রম, শিক্ষিকা তনু রায়, গীতা রানী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সম্প্রীতির দেশ। এ দেশে সকল ধর্মাবলম্বীরা মিলে মিশে বসবাস করে। আমরা ধর্মীয় কৃষ্টি কালচারে এক ধর্মের প্রতি অন্য ধর্মাবলম্বীরা মিলে মিশে উৎসব পালন করে থাকি। এ দেশের ধর্মীয় বিভেদ সৃষ্টি করার জন্য বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই সমাবেশ।
সমাবেশে শেষে একটি সম্প্রীতি র্যালি বের করা হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় স্থানীয় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফন্টের নেতৃবৃন্দ এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএ