সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিএনপি বিগত দেড়যুগ ধরে বাংলাদেশের মানুষের গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনামুক্ত দেশে এখনো বাকস্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের সংগ্রাম অব্যাহত আছে।
রোববার (২৯ ডিসেম্বর) হাটহাজারী উপজেলাধীন চিকনদন্ডী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত স্থানীয় বড়দিঘী পাড় মাঠে এক বিশাল গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা অকাতরে জীবন বিসর্জন দিয়েছে, অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছে, পরিবার পরিজন হারিয়েছে, ব্যবসা-বাণিজ্য এমনকি ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে। হামলা-মামলায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তবুও রাজপথ ছাড়েনি।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্বের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। একইসঙ্গে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে। একদিকে দেশদ্রোহীরা দেশের বিরুদ্ধে অন্যদিকে জন রায়কে যারা ভয় পায় তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা সকল চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলায় অবিচল রয়েছেন।
তিনি হাটহাজারীর বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, চট্টগ্রাম শহর ও হাটহাজারী অবিচ্ছিন্ন হলেও হাটহাজারীর উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আগামীদিনে দেশ পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি ইউনিয়ন, গ্রাম-ওয়ার্ড পর্যায়ের সকল সমস্যা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমাধান করা হবে।
চিকনদন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি নিজামন উদ্দিন হাকিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. ঈসা শফির সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম।
সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএ