সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার বারগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জের মাধবপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে শিশু রাইসা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুননেছা (৭৫) ও একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারগুব তৌহিদ জানান, সকালে কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাক বারগুড়িয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। পরে হাসপাতাল নেওয়ার পথে মাইক্রোবাস চালক পাভেল মারা যায়।
তিনি আরও জানান, আহতদের হবিগঞ্জের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ