সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মাদারীপুরে একযোগে ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ হেডকোয়াটার্স থেকে এ আদেশ করা হয়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। এতে স্বাক্ষর করেন অতিরিক্ত আইজিপি মেনহাজুল আলম।
জানা যায়, মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, শিবচর থানার ওসি মোকতার হোসন ও ডাসার থানার ওসি মাহমুদ উল হাসানকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। জেলার গোয়েন্দা শাখার ওসি খোন্দকার শওকত জাহান ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন, পরিদর্শক মাহবুবুর রহমানকে পাঠানো হয়েছে চট্টগ্রাম রেঞ্জে। এছাড়া পুলিশ পরিদর্শক আরআই জাফর মোল্লাকে বরিশাল রেঞ্জের আরআই হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
তবে, মাদারীপুরের ৫টি থানার মধ্যে রাজৈর থানার ওসি মামুন খানকে বদলি না করায় বিষয়টি নিয়ে নানা মহলে চলছে আলোচনা-সমলোচনা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে মাদারীপুরের ৪টি থানার ওসিসহ মোট ৮ পুলিশ পরিদর্শককে বদলির আদেশ হয়েছে।
আরএ