সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আশরাফুল (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এসময় মোটরসাইকেলে থাকা আশরাফুলের ভাইয়ের ছেলে রনি (১৫) গুরুতর আহত হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত আশরাফুল সাতক্ষিরার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান চানু বলেন, ভাতিজাকা নিয়ে খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে সাতক্ষিরা যাচ্ছিলেন আশরাফুল। ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পর্যটক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক আশরাফুলের মৃত্যু হয়। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, ধাক্কা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএ