সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ষাটপাকিয়া এলাকার ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বারুইয়ারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুর রহমান (৮৫) ও মাদারীপুর সদরের বাসিন্দা মোটরসাইকেলচালক মো. আল-আমিন সিরাজ (৪৫)।
জানা যায়, রাতে আল আমিন সিরাজ মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিলেন। সে সময় ষাইটপাকিয়া নামক স্থানে সড়কের পাশে বাড়ি যাওয়ার উদ্দেশে দাড়িয়ে ছিলেন মফিজুর রহমান। সিরাজ তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে চাপা দেয়। এতে দুজনেরই অবস্থা গুরুতর হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ দুটি ঝালকাঠি সদর হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএ