সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা এলাকায় দুপুরের দিকে হ্যালোবাইক ও সিএনজির সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে স্থানীয় সদর আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিলের নিকট আত্মীয় মোস্তফার সাথে বিএনপি সমর্থিত সালামের দ্বন্দ্ব হয়। পরে জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সামসুদ্দিনের লোকজন ঘটনাস্থলে গিয়ে মোস্তফার পরিবারের ওপর হামলা, বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় মোস্তফা, কামাল, আশিক, সুমি, বাবলু, আশরাফুল, আল-আমিন ও সুমনসহ কয়েকজন গুরুতর আহত হয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের পরিবারের মোস্তফাসহ তার বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। একটি মোটর সাইকেল ভাঙচুর ও একজনকে মেরে গুরুতর আহত করেছে।
এ বিষয়ে আহত সুমিসহ কয়েকজন ভুক্তভোগী জানান, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সামসুদ্দিনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ তাদের ওপর আকস্মিক হামলা করে। বাড়িঘর, মোটরসাইকেল ভাঙচুরসহ কয়েকজনকে মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করে। এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হস্তক্ষেপ ও ন্যায় বিচার কামনা করেন আহত ভুক্তভোগীরা।
এ বিষয়ে জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সামসুদ্দিন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন মোস্তফার পরিবার এলাকাবাসীদের ওপর অনেক অত্যাচার করেছে। আজও তারাই বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেছে। একটি মোটরসাইকেল ভাঙচুর ও একজনকে মেরে গুরুতর আহত করেছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ