সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ফরিদপুরের সদরপুরে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে প্রাণ গেল আশরাফুল আলম আশিক (২৪) নামের এক যুবকের। বুধবার (৪ ডিসেম্বর) সকালে সদরপুর উপজেলার স্কাউট অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুল আলম আশিক সদরপুর উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের ফজলুর রশিদের ছেলে।
জানা গেছে, সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক সড়কে বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক আশরাফুল আলম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এর সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মোতালেব বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আরএ