সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে হামলা-ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খুলনার জাতিসংঘ পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
মিছেটি নগরীর শামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে প্রদক্ষিণ করে। এ সময় তারা ভারতের বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুরের প্রতিকার ও ভারতীয় বাংলাদেশ বিরোধী প্রচারের বিরুদ্ধে স্লোগান দেয়।
এদিকে সন্ধ্যার পর থেকেই খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরএ