সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ ও তার স্ত্রী পারভিন সুলতানা তিতলীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ককটেল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
দুপুরে সোনাডাঙ্গা থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নৌবাহিনীর কন্টিজেন কমান্ডার লে. ক. তারিফ আবরার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি উঠান হতে ৫টি ককটেল বোমা, ২টি রামদা, ২টি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ৮টি হত্যা, মাদক ও অস্ত্র মামলা চলমান রয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
আরএ