সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চাঁদপুরের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটটি ড্রেজারসহ ১৬ জনকে আটক করেছে চাঁদপুর সদর নৌ-থানা পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
এর আগে সকালে মেঘনা নদীর আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সত্যতা যাচাই শেষে বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। পরে জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় চাঁদপুর সদর নৌ থানার ওসি এ,কে,এম এস ইকবাল পুলিশ সদস্যের নিয়ে অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত আটটি ড্রেজার জব্দ এবং ১৬ জনকে (সুকানি ও মিস্ত্রি) আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড এবং বালু বর্তমানে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।
চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এফএইচ