সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জিপগাড়ির ধাক্কায় হাফেজ নাজমুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ভিটা বাজারের ফয়সাল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল ইসলামের বাড়ি উত্তর বড়ভিটার দলবাড়ি এলাকায়। তিনি বাজেডুমুরিয়া জামে মসজিদের মোয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফেজ নাজমুল ইসলাম মোটরসাইকেলে তেল নেওয়ার উদ্দেশে ফয়সাল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হতে চেয়েছিল। কিন্তু সেই সময়ে পঞ্চগড় জেলা প্রশাসন লেখা একটি জিপগাড়ি এসে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় হাফেজ নাজমুল।
কিশোরগঞ্জ থানার ওসি জানায়, নিহতের মরদেহ দাফনের জন্য পরিবার নিয়ে গেছে। পরে আটককৃত গাড়িটি স্থানীয়রা বসে মীমাংসা করে ছেড়ে দিয়েছে।
আরএ