সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মেঘনা সেতুতে পণ্যবাহী ট্রাক উল্টে যানবাহন চলাচল বিঘ্নিত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকামুখী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানবাহন। এতে যানজটের সৃষ্টি হওয়ায় চালক ও যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে মেঘনা সেতুর ওপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এতে সেতুর ঢাকামুখী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হয়ে যানজট সৃষ্টি হয়। এর ফলে পরবর্তীতে মহাসড়কটির গজারিয়া অংশের ৮ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল বিঘ্নিত হয়।
এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সকালে মহাসড়কের মেঘনা সেতুতে সুতা বোঝাই একটি ট্রাক উল্টে যায়। ট্রাক থেকে মালামালগুলো না সরানো পর্যন্ত উল্টে যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। এতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে।
তবে রেকার দিয়ে ট্রাকটি সড়কের একপাশে চাপিয়ে দেওয়া হয়েছে। এছাড়া একলেন দিয়ে যানবাহন চালাচল করছে। আশা করা হচ্ছে দুপুরের মধ্যে ট্রাকটি সরিয়ে সমস্যা নিরসন করা সম্ভব হবে বলেও তিনি জানান।
আরএ